প্রাণ দেব, বাংলা ভাগ হতে দেব না
কংগ্রেস ৩০ জুলাই ঘোষণা করল তেলেঙ্গানা আলাদা রাজ্য হবে। বিমল গুরুঙ্গ জিটিএ থেকে পদত্যাগের একতরফা ঘোষণা করলেন। কারণ দেখালেন, রাজ্যের অসহযোগিতা। আর গোর্খা জনমুক্তি মোর্চা(গজমো) বলল, তেলেঙ্গানা হচ্ছে। আমাদেরও চাই গোর্খাল্যান্ড। বনবাংলো পুড়ল। স্কুল বন্ধ করে দেওয়া হল। অভিভাবকদের বলা হল, ছাত্রদের পাহাড় থেকে নিয়ে যেতে। পর্যটকদের আসা-যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হল। শুরু হল অনির্দিষ্টকালের বনধ্।