তখন ফাইনাল ইয়ারের ছাত্র। কোনও এক কাজ নিয়ে ঢাকুরিয়া মোড়ে। কাজের দিনে ভর দুপুরে রাস্তা পার হওয়া চাট্টিখানি বাত নয়। রাস্তার ওপর দিয়ে অবিশ্যি ফুট-ব্রিজ চলে গিয়েছে। কিন্তু ফুটপাথ ও ফুট-ব্রিজ; বাঙ্গালির মত চমকিলা জাতির জন্যে নয়। একটু ছিঁচকে এডভেঞ্চার না থাকলে লাইফ যে একাদশী।
দেড় মিনিট দাঁড়ালে অবিশ্যি ট্র্যাফিক সিগন্যাল পালটে যাবে; জেব্রা ক্রসিং ধরে দিব্যি হেঁটে যাওয়া যাবে। কিন্তু দেড় মিনিট কি মাগনায় আসে? উসেইন বোল্ট ওইটুকু সময়ে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা পায়চারি করে আসতে পারেন।
মাদুলি ছুঁয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়লাম। একটা মিনিবাস-কে ফাঁকি দিয়ে টুক করে রাস্তার মাঝখান পর্যন্ত এসে পড়েছি। কিন্তু তার পরেও রইলাম ফেঁসে। অটো-রিক্সা আর মিনিবাসের খপ্পরে আটকে রইলাম। রাস্তার মধ্যিখানে শুধু আমি আর গাড়ির সমুদ্দুর। বাস-ট্যাক্সি-অটোর ভিড়ে ফোঁকর খুঁজতে খুঁজতে হয়রান। এমন সময় কে যেন হঠ করে আমার ডান হাত ধরে ফেললে। দেখলাম এক বছর পঞ্চাশের ট্র্যাফিক পুলিশ।
ঘাবড়ে গেলাম। আমার আবার পুলিশ দেখলেই মুখ থেকে হিন্দি বেরিয়ে আসে।
"কেয়া করতা স্যার? জলদি থা,ইস লিয়ে সিগন্যাল গ্রিন কে আগেই আমি ক্রস করতা থা..."
"চিন্তার কিছু নেই দাদু, আমি আপনাকে রাস্তা পার করিয়ে দিচ্ছি" বলে পুলিশ-দাদা সত্যি সত্যি আমার হাত ধরে রাস্তা পার করে দিলেন।
কিন্তু আমি তো বম্কে গেলাম। আধবুড়ো পুলিশ; আমার মত ইয়াংম্যান-কে বলে দাদু? পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আমি সরোষে জানতে চাইলাম, "এটা কি হল কাকু? হাত ধরলেন, সেটা না হয় ইগ্নোর করলাম। কিন্তু তাই বলে আমায় আপনি দাদু বলেন কোন সাহসে?"
পুলিস-কাকা গা জ্বলিয়ে দেওয়া মিচকি হাসি হেসে কানের কাছে মুখ এনে বিশ্রী ভঙ্গিমায় বললেন - "আরে ছিঃ ছিঃ দাদু, আপনি আমায় কাকু বলে লজ্জা দেবেন না। আপনার বয়স সত্তর আশি তো হবেই, তাই তো আপনি ফুট ব্রিজের সিঁড়ি ভাঙতে পারেন না। তাছাড়া আপনার চোখে ছানি; তাই লাল সিগন্যালটাও দেখতে পারেননি। খামোখা গাড়িঘোড়া’র মাঝে এই বৃদ্ধ বয়সে একটা বিশ্রী দুর্ঘটনা ঘটাবেন। তাই ভাবলাম আপনাকে হাত ধরে রাস্তা পার করে দিই। পুলিশদের মনে কি ইয়ে থাকতে নেই দাদু ?"
"ইয়ে মানে সরি কাকু", ভ্যাবাচ্যাকা খেয়ে বলে ফেললাম।
"ভাগ ব্যাটা, এই তোদের মত আহাম্মকদের জন্যেই ক্যালকাটার এমন ন্যাজ-কাটা অবস্থা!"
Khuuub sundor lekha... pore mojao laglo... ar somaj ke socheton korar je upadan roilo tar jnyo apnake salute Mr. Tanmoy Mukherjee. Erokom aro lekha porar opekkhay roilam.. bhalo thakben :)
Awesome article. I have immense respect for Kolkata Traffic police. They do a great job. And as pointed out subtly in the blog, people's mindset needs a change.
Tanmay
August 21, 2013
Thanks Agnivo. And well, yes, managing the traffic is a supremely thankless job.
MaaMatiManush.tv
encourages open discussion and debate, but please adhere to the rules
below, before posting. Comments or Replies that are found to be in
violation of any one or more of the guidelines will be automatically
deleted.
Personal attacks/name calling will not be tolerated. This applies to comments or replies directed at the author, other commenters or repliers and other politicians/public figures.
Please do not post comments or replies that target a specific community, caste, nationality or religion.
While you do not have to use your real name, any commenters using any MaaMatiManush.tv writer's name will be deleted, and the commenter banned from participating in any future discussions.
Comments and replies will be moderated for abusive and offensive language.