টেরিফিক ব্যাপার। কোলকাতা শহরের পলিউশন বুকের মধ্যে যতই কার্বন ঝড় তুলুক, মনের মধ্যে যে অনবরত শিউলি ঝরে চলেছে। পাঁজরের আনাচে কানাচে শরতের মিঠে রোদ্দুর। ট্যাগোরের ট্র্যাডিশন বয়ে চলা ইজ নট চাইল্ড্জ প্লে। মেহেনত লাগে।
পুজোর মরসুমে কেমন করে অফিসে ফাইল ঠেলবো তা বুঝে উঠতে পারছি না। একদিন পরেই সপ্তমী। ভাবতেই তো তলপেটে চকোলেট বোমা ফাটছে। বস চাইছে মান্থলি স্টেটমেন্ট আর আমি মনে মনে কষছি অষ্টমীর ডিনার প্ল্যান। বস জানতে চাইলে সেল্স ট্রেন্ড কি বলছে ? আমার মুখ দিয়ে বেরিয়ে এল ম্যাডক্স স্কোয়ার। সহকর্মী জানতে চাইলেন বিজয়া ট্রেডার্স’য়ের ফাইলটা রেডি আছে কি না, আমি বলে ফেললাম “ কোলাকুলি”।
বস আমার অবস্থা দেখে একটু চিন্তিত হলেন। ভাবলেন মাগনায় মদ খাইয়ে চাঙ্গা করে তুলবেন। অফিস শেষ হওয়ার মুখে বললেন “ মুখার্জি, লেট্স গো ফর এ ড্রিংক। ইউ উইল এন্জয়”
“ ওয়ান হুইস্কি ফর মি প্লিজ। আর তুমি কি নেবে মুখার্জি ?”
আমি লাগামহীন ভাবে বলে ফেললাম ; “ অনলি এক গেলাস সিদ্ধি ফর মি প্লিজ, অ্যালং উইথ ফিউ নারকোল নাড়ুজ্ অ্যান্ড নিম্কি। থ্যাঙ্ক ইউ” তাবড় একটা বিষম এসে বস’কে এক্কেবারে পর্যুদস্ত করে দিলে। এদিকে আমি পড়ে রইলাম উইথ মাই টেইল ইন কাউ ডাং; অর্থাৎ ল্যাজে গোবরে।
MaaMatiManush.tv
encourages open discussion and debate, but please adhere to the rules
below, before posting. Comments or Replies that are found to be in
violation of any one or more of the guidelines will be automatically
deleted.
Personal attacks/name calling will not be tolerated. This applies to comments or replies directed at the author, other commenters or repliers and other politicians/public figures.
Please do not post comments or replies that target a specific community, caste, nationality or religion.
While you do not have to use your real name, any commenters using any MaaMatiManush.tv writer's name will be deleted, and the commenter banned from participating in any future discussions.
Comments and replies will be moderated for abusive and offensive language.