Gita Sen (78), who lives near Deshapriya Park in South Kolkata, may have made it to the record books, albeit unknowingly. She is one of the oldest patients in the world with Parkinson’s disease to have undergone Deep Brain Stimulation (DBS) surgery.
“My condition was extremely severe. I required help to perform even the most basic tasks. The worst thing was that my brain was working fine but my limbs weren’t following instructions. Things were deteriorating rapidly when I got in touch with Dr. Sujoy Sanyal, functional neurosurgeon at the Rabindranath Tagore Hospital. He performed DBS surgery and the improvement was phenomenal. I had never believed that the quality of my life would improve in this manner,” Sen said.
Sanyal pioneered the DBS surgery in eastern India and has treated several patients over the last four years. Maya Roy, another patient, went under the scalpel at the age of 74. Her husband was elated.
Sanyal said that Roy’s condition was similar to that of Sen’s. DBS surgery involves computer-guided placement of two electrodes to a deep nucleus inside both sides of the brain. This is called the Subthalamic Nucleus and measures around 5 mm. Stimulations are then sent through the electrodes by a pacemaker placed just below the collarbone on the left side. This helps in movement of the limbs. The patient remains conscious during the whole process.
Sanyal was an invited faculty on DBS at the World Congress of Neurosurgeons in Seoul, South Korea, in 2013. He also spoke on DBS at the Water E Dandy Neurosurgical Society meet in Milan, Italy.
দক্ষিণ কলকাতার গীতা সেন, ৭৮ বছর বয়েসে নিজের অজান্তেই আজ রেকর্ড করেছেন। সারা বিশ্বের পার্কিনসন্স অসুখে আক্রান্ত বয়স্ক রোগীদের মধ্যে উনি একজন যার Deep Brain Stimulation (DBS) সার্জারি হয়েছে।
“আমার অবস্থা খুবই খারাপ ছিল। খুব সামান্য কিছু কাজ করতে গেলেও আমার সাহায্য নিতে হত। সবচেয়ে খারাপ জিনিস হল আমার ব্রেন ভালোভাবে কাজ করলেও আমার হাত,পা’গুলো নিয়ন্ত্রনে থাকত না। সব কিছু আরো খারাপ পথে এগোচ্ছে দেখে আমি এক বেসরকারী হাসপাতালে স্নাযুরোগ এর শল্যচিকিত্সক, ডঃ সুজয় সান্যাল এর সাথে দেখা করলাম। উনি অস্ত্রোপচার করার ফলে উন্নতি খুবই ভালোভাবে হয়। আমি ভাবতে পারিনি আমার জীবন এতটা স্বাভাবিক হয়ে উঠবে,” বললেন উনি।
ডঃ সান্যাল এর কথা অনুযায়ী আমরা জানতে পারি যে উনি Advanced Parkinson’s অসুখে ভুগছিলেন। ওনার উপসর্গগুলি ছিল ধীর গতিতে চলাফেরা করা, কম্পন, হা’তে-পা’য়ে অনড়তা। শুরুর দিকে, বেশ কিছু বছর আগে, উপসর্গগুলি তীব্র ছিল না এবং ওষুধে কাজ হত।
“এই অসুখের শুরুতে ওষুধ কাজ করে। ওনার উপসর্গগুলি ক্রমশ বাড়তে থাকে এবং পাল্লা দিয়ে বাড়ে ওষুধের লিস্ট। যার সাথে যোগ হয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু পরবর্তীকালে, বেশি মাত্রায় এবং ঘন ঘন ওষুধ খাওয়ার পরেও উনি খুব কম মাত্রায় স্বস্তি পেতেন। ওষুধ খাওয়ার পর এক ঘণ্টা মত তিনি স্বস্তি পেতেন। তখন উনি ‘ওন’ স্টেজ এ থাকতেন এবং কিছুক্ষণ পরে আবার হাত-পা অনড় হয়ে ‘ওফ্’ স্টেজ এ চলে যেতেন,” বললেন নিউরো-সার্জেন।
ডঃ সান্যাল, পূর্ব ভারতে এই DBS সার্জারির প্রথম পথ দেখান এবং গত ৪ বছরে অনেক রোগীদের চিকিৎসা করেছেন। মায়া রায়, আর একজন রোগী, যাকে ৭৪ বছর বয়েসে অস্ত্রোপচার এর পথ বেছে নিতে হয়। প্রথমে ওনার স্বামী সার্জারির কথা শুনে বেশ ঘাবড়ে গিয়েছিলেন পরে জটিলতা সৃষ্টি হতে পারে ভেবে। কিন্তু পরে স্ত্রীর শারীরিক উন্নতি দেখে ওনার স্বামী খুব খুশি হন।
ডঃ সান্যাল জানালেন ওই দুই বয়স্ক মহিলার অবস্থা একই ছিল। সার্জারিতে কমপিউটার এর সাহায্য নিয়ে দুখানা ইলেক্ট্রোড বসানো হয় ব্রেনের দুপাশে গভীরে অবস্থিত নিউক্লিয়াস এ যাকে বলা হয় সাবথ্যালামিক নিউক্লিয়াস। এরপর কণ্ঠার নিচে বাঁদিকে লাগানো একটি পেসমেকার এর সাহায্যে ইলেক্ট্রোডগুলি কে উত্তেজিত করা হয় যার ফলে হাত পা নাড়ানো সম্ভব হয়। রোগী এই প্রক্রিয়া চলাকালীন সজ্ঞানে থাকেন।
“ওনারা দুজনেই ভালো আছেন এবং সারাদিন ‘ওন’ স্টেজ এ রয়েছেন। ওষুধ ও কমেছে। পৃথিবীতে গড় এ ৬ ঘন্টা ‘ওন’ স্টেজ থাকে রোগীর। আমার কেস এ দেখা গেছে, রোগীরা ২৪ ঘন্টাই ‘ওন’ রয়েছেন। ওষুধ খাওয়াও ৫০-৬০% কমেছে,” বললেন ডঃ সান্যাল।