Just staring at a giant Ferris wheel, let alone getting onto it, can make many people feel dizzy or make their hearts beat faster. But not all such giant structures are scary; many are meant to let people observe and appreciate a beautiful skyline.
One such observation wheel is soon going to hog the banks of the Hooghly, near Millenium Park. It has been named 'Kolkata Eye', and is modelled on the 135-metre high Ferris wheel on the banks of the Thames, 'London Eye'. The structure would be 120 metres tall. The 36 air-conditioned-capsuled wheel would revolve slowly (hence put away your jitters!) in order to give people a magnificent view of the skyline of the metropolis, and thus make for a new way to appreciate Kolkata.
The Rs 381-crore project would be built on a public-private partnership model. UK-based firm Sun Consulting and Investments has been chosen to execute the project. Of the Rs 381 crore, Rs 81 crore would come from the state government and the rest would be invested by this UK-based firm. The third partner in the project is Kolkata Port Trust, which will provide the land near Millennium Park. The project is expected to be completed by next year.
Proposed location plan of 'Kolkata Eye'
Kolkata Eye is an important step in the beautification of the banks of the Hoogly. Right after becoming chief minister, Mamata Banerjee decided to beautify the Hooghly riverfront on the lines of that of the Thames, and some stretches have already been beautified. The government is looking for World Bank assistance to develop the riverfront on a grand scale. It is also planning to develop riverine transport by setting up more jetties.
The giant Ferris wheel will not only provide us a new experience to savour but will also become one of the best tourist attractions. It will also become a bliss for photographers who can capture the city’s skyline like never before.
নাগরদোলায় চাপার আগে অনেকেরই ‘আফ্টার এফেক্ট্’-এর কথা ভেবে মাথা ঝিম ঝিম, বুক দূর দূর করে। কিন্তু তাই বলে সব নাগরদোলা কিন্তু বন্বন্ করে ঘুরে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুড়িয়ে দেওয়ার উপক্রম করে না। আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবারও সুযোগ করে দেয়।
এরকমি একটি অতিকায় ঘুরন্ত চাকতি তৈরি হচ্ছে আমাদের শহর কলকাতায়, হুগলী নদীর তীরে। স্থান – মিলেনিয়াম পার্ক। লন্ডন শহরে টেমস্ নদীর পারে অবস্থিত ১৩৫ মিটার উচ্চতার ‘লন্ডন আই'-এর অনুকরণে তৈরী হবে এই ‘কলকাতা আই’। উচ্চতা হবে ১২০ মিটার। মোট ৩৬-টি শীততাপ নিয়ন্ত্রিত ক্যাপস্যুলবিশিষ্ট এই নাগরদোলা খুবই ধীরে ঘুরবে (অতএব ভয়ের আশঙ্কা দূরে রাখুন!) এবং এর মাধ্যমে মানুষকে সুযোগ করে দেবে কলকাতাকে নতুন করে দেখার অপূর্ব সুন্দর এক অভিজ্ঞতার।
৩৮১ কোটি টাকার এই প্রোজেক্ট পাব্লিক প্রাইভেট পার্টনারশিপ মডেল-এ তৈরী হবে। তৈরীর ভার দেওয়া হচ্ছে ইউ কে-র সান কনসালটিং এন্ড ইনভেস্টমেন্টস্ কোম্পানিকে। ৩৮১ কোটির মধ্যে ৮১ কোটি টাকা আসবে রাজ্য সরকারের কাছ থেকে এবং বাকিটা বিনিয়োগ করবে এই বিদেশী ফার্ম। তৃতীয় পার্টনার হিসেবে থাকছে কলকাতা পোর্ট ট্রাস্ট, যারা জমি দেবে এই প্রজেক্ট-এর জন্যে। আশা করা হচ্ছে আগামী বছরের এই প্রজেক্ট শেষ হয়ে যাবে।
কলকাতা আই-এর অবস্থান পরিকল্পনা
হুগলী নদীর পারের সৌন্দর্য্যায়নের একটি বিশেষ ধাপ হল এই কলকাতা আই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর থেকেই হুগলী নদীতীর টেমস্ নদীতীরের আদলে সুন্দর করার কাজ শুরু করেছেন, এবং অনেক জায়গা এর মধ্যেই সুন্দর করা হয়েছে। সরকার বিশ্ব ব্যাঙ্ক-এর সহায়তায় নদীপার উন্নয়নের মস্ত পরিকল্পনা করছে। সরকার আরও জেটি বানিয়ে জলপথ পরিবহন ব্যবস্থার উন্নতিও পরিকল্পনা করেছে।
কলকাতার বুকে এই বিশালাকৃতি নাগরদোলা আমাদের যেমন এক নতুন অভিজ্ঞতার স্বাদ দেবে তেমনি পর্যটকদের জন্যেও হয়ে উঠবে এক দারুন আকর্ষণ। ফটোগ্রাফার বন্ধুদের জন্যেও এটি খুশির বার্তা; কলকাতার স্কাইলাইন-কে এইভাবে ক্যামেরাবন্দি করার সুযোগ হবে এই প্রথম।