বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে
এক অদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিরোধী দলগুলোর
এমন অবস্থা
যে রাজ্যের
সবচেয়ে বড়
মিডিয়া কোম্পানিও
এতে নাম
লিখিয়েছে।
সিপিআই(এম
) তো শেষ,
কংগ্রেসও দেড়
জেলার
মধ্যে সরু
সুতোর মত
ঝুলছে।
যদিও অতিরঞ্জিত
ভাবে বলা
হচ্ছে যে
রাজ্য এবারে
BJP ১৭% ভোট পেয়েছে, তবুও
তা তৃণমূল
কংগ্রেস এর ৪০% এর
তুলনায় অনেক
অনেক পেছনে।
এই সুযোগ কাজে
লাগিয়ে আনন্দবাজার
পত্রিকা (এবিপি
) গোষ্ঠী ধীরে
ধীরে এগিয়ে
এসেছে।
বর্তমানে একটি
বাংলা দৈনিক,
একটি ইংরাজী
দৈনিক এবং
একটি নিউজ
চ্যানেল এই
গোষ্ঠির অন্তর্গত। সংবাদমাধ্যমের
প্রধান লক্ষ্য অবশ্যই ব্যবসায়িক অগ্রগতি।
এছাড়া জনগনের
স্বার্থ, নীতি,
ধ্যান-ধারণার
প্রবর্তক ও
সরকারে পর্যবেক্ষক হিসেবেও মিডিয়ার
একটা দায়িত্ব আছে। কিন্তু
মাঝে মাঝে
কিছু তুচ্ছ
সস্তা জিনিস
যেমন TRP, ইত্যাদির জন্যে নিজেদের মৌলিক
কাজগুলোর কথা
ভুলে যায়।
যখন এইরকম চলতে
থাকে তখন
এই সব
মিডিয়া যেকোনো
সামান্য কারনেও
সরকারের সমালোচনা
করতে পিছপা
হয়না। বর্তমানে এবিপি
গোষ্ঠী এইরকম
কাজ করতে
উদ্যত হয়েছে। পশ্চিমবঙ্গ
সরকারের একটি
পুরস্কার অনুষ্ঠানের
বিরুদ্ধে নানারকমের বিরোধিতা শুরু
করেছে। এই অনুষ্ঠানে
বাংলার বিশিষ্ট,
কৃতি নাগরিকদের
বিভিন্ন কাজের
জন্য – বিজ্ঞান
থেকে শিক্ষা-সংস্কৃতি থেকে খেলা
সব বিষয়ে
- পুরস্কার দেওয়া হয়। এমনকি বিশিষ্ট সাংবাদিকরাও
এই পুরস্কার অতীতে পেয়েছেন।
অন্যান্য রাজ্য এবং
কেন্দ্রও এই
রকম অনুষ্ঠান
করে থাকে। এই
অনুষ্ঠানগুলো সরকারের ইতিবাচক কাজের মধ্যে
পরে।
কিন্তু একমাত্র
এই রাজ্যেই এইসব অনুষ্ঠানের জন্যে আমাদের মুখ্যমন্ত্রীকে মিডিয়ার কাছে
টাকা নষ্ট
ও দরিদ্রদের
অবহেলা করার
নামে সমালোচিত
হোতে হয়েছে।
এটাই কি
কোনো মিডিয়ার
কাজ হতে
পারে? যদি
পুরস্কারপ্রদান সমাজের দারিদ্র দূরীকরণের বিপরীত
হয় তা
হলে তো
কিছুই বলার থাকে না। এই
সব মিডিয়াকে
কিছুই বলের
নেই।
তারা কি তাদের
page 3, film-industry gossip এর পেছনে কাঁড়ি
কাঁড়ি টাকা
খরচ কমিয়ে
যেসব সাংবাদিক
গ্রাম বাংলার
উন্নয়নের সাথে
যুক্ত তাদের
প্রতি সদয়
হবে? তারা
যে খরচে
বিদেশে সাংবাদিক
পাঠায় তার
থেকে অনেক
কম খরচ
করে বীরভূমে
সাংবাদিক পাঠাতে
পারে কোনো
জেলা ক্রিকেট
টুর্নামেনের জন্য? এটা কি তারা
করবে?
এবিপি সারা বছর
ধরে কিছু
পুরস্কার দেয়। নিচে
তাদের একটা
সম্ভাব্য তালিকা
দেওয়া হল:
- আনন্দ পুরস্কার
- সেরা বাঙালি
- The Telegraph School Awards for Excellence
- Best City Awards 2014
- সানন্দা তিলোত্তমা
- আনন্দবাজার শারদ অর্ঘ্য
- ABP আনন্দ পূজা সন্মান
- Telegraph Food Guide Awards
- উনিশ কুড়ি ফ্রেশ
ফেস
- ABP Majha সন্মান পুরস্কার
- ABP News National Education Awards
- এবেলা আমি আমার
মত সন্মান অ্যাওয়ার্ড
২০১৩ পর্যন্ত এবিপি
গ্রুপ এর
Business World পত্রিকা বেষ্ট ব্যাঙ্ক অ্যাওয়ার্ড
এবং Business Entrepreneur Award দিয়ে এসেছে। তারা
এই সব পুরস্কারের জন্য যে টাকা খরচ
করেছে সেটা
প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে
বা কোনো
নিপীড়িত মানুষের
সাহায্যে ব্যবহার
করতে পারত
না?
এটা কি তাদের
ভন্ডামি নয়?
অথবা না
গ্রুপ বয়
জর্জ এর
এই গানটা করতে পারে।
“I’m a man without conviction / I’m a man who doesn't know /
How to sell a contradiction / You come and go / You come and go...”
এখন এটাকেই বলা যায় মিডিয়ার সবচেয়ে
বড় কাজ
- রং পরিবর্তন।
লেখক: ডেরেক ও'ব্রায়েন, সাংসদ ও তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক এবং মুখপাত্র
অনুবাদ: সাবর্ণা চক্রবর্তী